ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে গণহত্যা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনের বাহিনীকে দায়ী করলেন। কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশটির বন্দর নগরী মারিউপোলের দখল নিতে রাশিয়া তাদের অভিযান ক্রমেই জোরদার করছে। খবর এএফপি’র।

মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযানন চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন আশংকার প্রেক্ষাপটে বাইডেনের এ অভিযোগ সামনে আসলো। এক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা চালানোয় ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে অভিযুক্ত করেছে।

আইওয়াতে ভাষণ দেয়ার কয়েকঘণ্টা পর মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমি এটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করছি।”

বাইডেন বলেন, “এক্ষেত্রে আমরা দেখবো আইনজীবীরা আন্তর্জাতিকভাবে কি সীদ্ধান্ত গ্রহণ করে। এটা একেবারে সুস্পষ্ট যে পুতিন ইউক্রেনের আদর্শ উপড়ে ফেলার চেষ্টা করছে।”

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের টুইটার বার্তার দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “আপনি একেবারে সত্যি কথাই বলেছেন।”

এর আগে, বাইডেন কিয়েভের উপকণ্ঠে বুচায় কয়েকশ’ বেসামরিক নাগরিককে হত্যার করার খবর প্রকাশিত হওয়ায় পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। সেখানকার এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি