ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৪ এপ্রিল ২০২২

রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অপরদিকে রাশিয়া বৃহস্পতিবার জানায়, ব্ল্যাক সি ফ্লিটের একটি যুদ্ধজাহাজ বিস্ফোরণের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সেখান থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোভা মিসাইল ক্রুজারে গোলাবারুদ বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়।

ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে। দেশটি বলছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দ্বারা এ হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিখ বলেন, রাশিয়ার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেতে পারছিল না। যেখানে ৫১০ জনের মতো ক্রু থাকতে পারে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো টেলিগ্রামে জানিয়েছেন, মস্কোভা ইউক্রেনে নির্মিত দুটি নেপচুন অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি বলেন, কৃষ্ণ সাগরের নিরাপত্তা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

রয়টার্স ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কোভা। এর আগে গত মাসে ইউক্রেন জানিয়েছিল, তারা আজভ সাগরে ‘ওরস্ক’ নামের একটি অবতরণ জাহাজ ধ্বংস করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি