ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অন্ধ্রপ্রদেশে কারখানায় আগুন, মৃত ছয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৪ এপ্রিল ২০২২

গ্যাস লিক করে আগুন লেগে ভারতের অন্ধ্র প্রদেশে মৃত্যু হয়েছে ৬ জনের। দগ্ধ হয়েছেন ১২ জন।

বুধবার মধ্যরাতে আচমকাই আগুন লেগে যায় অন্ধ্র প্রদেশের একটি ফার্মা কারখানায়। ঘটনাটি ঘটেছে এলুরু জেলার আক্কিরেড্ডিগুড়েম অঞ্চলে।

কারখানায় রাতের শিফটে কাজ করছিলেন প্রচুর শ্রমিক। মাঝরাতে আচমকাই আগুন লেগে যায় চার নম্বর ইউনিটে।

আগুনের তেজ এতটাই বেশি ছিল যে, সেখানে কর্মরত শ্রমিকরা পালাতে পারেননি। যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন পরিযায়ী শ্রমিক। সকলেই বিহার থেকে এসেছিলেন। আহতদের মধ্যেও বেশকয়েকজন পরিযায়ী শ্রমিক আছেন বলে মনে করা হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরেই দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ এবং কম আহতদের জন্য দুই লাখ টাকা করে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।

ওই জেলার পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে গ্যাস লিক হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি