ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ফিলিপাইনে গ্রীস্মমন্ডলীয় ঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। 

দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরো লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। 

সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

এ দ্বীপ রাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাতের প্রভাবে কয়েকদিন ধরে  প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে এবং এদের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি