ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিরোধীদের ‘ডাণ্ডা মেরে ঠাণ্ডা’ করার হুঁশিয়ারি তৃণমূল নেতার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ১৫ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:৫৯, ১৫ এপ্রিল ২০২২

তৃণমূল নেতা আফরোজ মণ্ডল

তৃণমূল নেতা আফরোজ মণ্ডল

একের পর এক ধর্ষণকাণ্ডে ভারতের পশ্চিমবঙ্গে যখন তোলপাড় চলছে, তখন বিরোধীদের কাছে 'প্রমাণ' চাইলেন তৃণমূল নেতা আফরোজ মণ্ডল। এমনকি মিছিল করলে ‘ডান্ডা মেরে ঠাণ্ডা’ করে দেয়ার হুঁশিয়ারি দিলেন তিনি! 

জানা গেছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের ভগবানগোল ১ নম্বর ব্লকে প্রতিবাদ মিছিল করেন সিপিএম কর্মী-সমর্থকরা। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। সেই ভিডিওতে তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ মণ্ডলকে বলতে শোনা যায়, 'বলুক না, যদি ধর্ষণ করা হয়ে থাকে, আমরা ওসি-এসপি গ্রেফতার করতে বলব। প্রমাণ দেখাক যে ধর্ষণ করা হয়েছে। এমনি এমনিই মিছিল করে দিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করে, মিছিল করে, তবে ঠাণ্ডা করে দেব। ঠাণ্ডা করতে গেলে কিন্তু ডাণ্ডার দরকার আছে। আমরা রাস্তায় নামব, ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেব'।

এদিকে হাঁসখালিকাণ্ডে যেদিন নির্যাতিতার বাড়িতে গেলেন ক্ষমতাসীন বিজেপির অনুসন্ধানকারী কমিটির সদস্যরা, সেদিনই শান্তিনিকেতনে 'গণধর্ষণে'র শিকার হন এক নাবালিকা। 

অভিযোগ, মেলা দেখে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপর ৩-৪ জন মিলে ধর্ষণ করে! নির্যাতিতা এখন হাসপাতালে। থানায় অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র- জিনিউজ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি