ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১৫ এপ্রিল ২০২২

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, যেন তারা ইউক্রেনে আর অস্ত্র না পাঠায়। 

চিঠিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, যদি অস্ত্র পাঠানো অব্যহত রাখেন তাহলে ভাবতেও পারবেন না এর পরবর্তী পরিণতি কি হবে।

রাশিয়া গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের কাছে চিঠিটি পাঠায়। ওই সময় যুক্তরাষ্ট্র নতুন করে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

তবে রাশিয়ার এমন হুমকির পরও যুক্তরাষ্ট্র পিছপা হয়নি। তারা ইউক্রেনে অস্ত্র সহায়তা অব্যহত রাখার ঘোষণা দিয়েছে।  

যুক্তরাষ্ট্র প্রথমতবারের মতো ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি এমআই-১৭ হেলিক্প্টার, ১৮টি ১৫৫ মিলিমিটার কামান ও ৩০০টি ড্রোন। 

এরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগেও দোটানায় ছিল জো বাইডেন প্রশাসন। কারণ তাদের ধারণা ছিল এগুলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কঠিন করে দেবে। 

এদিকে রাশিয়ার এ চিঠির সঙ্গে সংশ্লিষ্ট একজন গণমাধ্যমে জানিয়েছেন, রাশিয়া যে এমন চিঠি দেবে এটি জানাই ছিল। 

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এ চিঠির মাধ্যমে বুঝিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সহায়তার বিষয়টি নিয়ে আরও আগ্রাসী হবে। 

এদিকে গত বুধবার রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেনে কোনো অস্ত্র ঢোকা মাত্র সেটিতে তারা হামলা করবে। 

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে ইউক্রেনকে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

সূত্র: সিএনএন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি