ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাগের হত্যাকারীকে শেষ করতে নাগিনের ‘ভয়ঙ্কর’ প্রতিশোধ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৬ এপ্রিল ২০২২

সিনেমাকেও হার মানিয়েছে যে ঘটনাটি। নাগের হত্যাকারীকে শেষ করতে ‘চরম’ পদক্ষেপ নিল এক নাগিন। একবার, দু'বার নয়, নাগের হত্যাকারীকে সাতবার ছোবল মারল সাপটি। এরপর যা ঘটল, তা এলাকাবাসীকে আরও অবাক করেছে।

ভারতের উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা এহসান। পেশায় কৃষক। সে জানায়, সাত মাস আগে মাঠে কাজ করতে গিয়েছিল। সেখানে একটা নাগ ও নাগিনকে একসঙ্গে দেখে সে। লাঠি দিয়ে পিটিয়ে নাগটিকে মেরে ফেলে। এরপর সাপের মৃতদেহটা মাটি চাপা দিয়ে দেয়। কোনওমতে পালিয়ে বাঁচে নাগিনটি।

এরপর থেকেই প্রতিশোধের পালা শুরু হয়। নাগের মৃত্যুর প্রতিশোধ নিতে অভিযুক্ত কৃষকের উপর বারবার হামলা চালায় সাপটি। নাগের হত্যার প্রতিশোধ নিয়ে, সাত সাতবার এহসানকে ছোবল মারে প্রাণিটি। কিন্তু প্রতিবারই প্রাণে বেঁচে যায় ওই কৃষক। হাসপাতালে গিয়ে বারবার তার প্রাণরক্ষা হয়। যদিও বর্তমানে প্রাণ সংশয় নিয়ে বাঁচছে অভিযুক্ত ব্যক্তি।

গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। এতদিন সিনেমা কিংবা একতা কাপুরের সিরিয়ালে যে ঘটনা তারা দেখেছেন, এবার বাস্তবে সেটাই দেখলেন। সূত্র: জিনিউজ 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি