ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেআইনি ভাবে সীমান্ত পার, ভারতে আইপিএল দেখতে গিয়ে গ্রেফতার যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

তিনি ক্রিকেট পাগল। তাই খেলা দেখার নেশা মানেনি কোনও বাধা। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে ওই যুবক সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন ভারতের পশ্চিমবঙ্গে। তার মূল লক্ষ্য মুম্বাই যাওয়া। সেখানেই যে চলছে আইপিএলের যুদ্ধ।

ক্রিকেট যে কোনও সীমান্ত মানে না সেটাই প্রমাণ করলেন ৩১ বছরের বাংলাদেশি এই যুবক। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ঢুকে পড়েছিলেন তিনি, পাসপোর্ট-ভিসা ছাড়াই। তবে শেষ পর্যন্ত শুক্রবার রাতে ধরা পড়েছেন। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল দেখার জন্য গিয়েছেন ওই যুবক। জেরা করার সময় ওই ব্যক্তি বলেছিলেন তিনি মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখা জন্য। এক দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছেন তিনি।

সেই ব্যক্তিকে বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বারের আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি