ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাইডেন ইউক্রেন সফর করবেন বলে আশা জেলেনস্কির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১৮ এপ্রিল ২০২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির আশা বাইডেন কিয়েভ সফর করবেন। তবে ইউক্রেন সফরে বাইডেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন জেলেনস্কি। 

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সম্প্রচারিত দীর্ঘ এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন ‘আমার মনে হয় তিনি (ইউক্রেনে) আসবেন। কিন্তু এটা অবশ্যই তার সিদ্ধান্ত। এ ছাড়া এটা নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতির ওপর। কিন্তু আমার ধারণা, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এ কারণেই তার এখানে (ইউক্রেন) এসে দেখা উচিত এখানে কি ঘটছে।’

এ সময় জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেবেন না। 

গত বৃহস্পতিবার বাইডেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যে ইউক্রেনের পাশে আছে সেটা দেখানোর জন্য ইউক্রেনে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পাঠানো হবে কিনা শিগগির এ সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন অথবা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইউক্রেন পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ঝটিকা সফরে কিয়েভ যাওয়ার পর জেলেনস্কি এমন মন্তব্য করলেন।

এর আগে যুক্তরাষ্ট্র সময় গত শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের আপাতত ইউক্রেন সফরে যাওয়ার কোনো পরিকল্পনা হয়নি।

সূত্র: গার্ডিয়ান

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি