ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৩৮, ১৮ এপ্রিল ২০২২

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে রাশিয়া শক্তিশালী পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নগরীর মেয়র ম্যাক্সি লেভিটস্কি এ কথা জানান।

মেয়ের নিজের টেলিগ্রাম পোস্টে সবাইকে নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। হামলায় নিহত হয়েছেন ৬ জন।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে শহরটি মোটামুটি অক্ষত ছিল। 

লভিভের একজন বাসিন্দা জানান, কিছু ফ্ল্যাট থেকে তারা আকাশে ধোঁয়ার কালো কুন্ডলি ছড়িয়ে পড়তে দেখেছেন। নগরীর মেয়র অ্যান্ড্রি স্যাডোভি টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

বিস্ফোরণের ৪৫ মিনিট আগে বিমানের সাইরেন বেজে উঠে। আতঙ্কে ঘর-হোটেল ছেড়ে অনেককে রাস্তা নেমে আসতে দেখা গেছে। লভিভে বিমান হামলার সাইরেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি