ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পর্নছবিতে অভিনয় করেন স্ত্রী! সন্দেহে কোপালেন স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৯ এপ্রিল ২০২২

পর্ন ছবিতে আসক্ত যুবক। ওই ছবি দেখতে দেখতে ভাবলেন স্ত্রীও বোধ হয় পর্ন ছবিতে কাজ করে। সন্দেহের বশে চরম পদক্ষেপ নিল। সন্তানদের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করল সে। গোটা ঘটনায় ভারতের বেঙ্গালুরুর রামনগরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম জাহির পাশা, বয়স ৪০। পেশায় অটো চালক। মৃতার নাম মুবিনা, বয়স ৩৫। ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৫ সন্তান রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার। 

পরিবার সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি অসম্ভব অ্য়াডাল্ট ছবির প্রতি আসক্ত ছিল। কয়েক মাস আগে সে একটা পর্নছবি দেখেছিল। তাতে একজনকে দেখে তার নাকি নিজের স্ত্রীর মতো লেগেছিল। তার সন্দেহ হয়, যে মুবিনা পর্ন ছবিতে অভিনয় করে। 

অভিযোগ, এরপর থেকে নিজের স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাত ওই যুবক। মারধর করত। রবিবার এর মাত্রা বেড়ে যায়। রাগের মাথায় পাঁচ সন্তানের সামনেই স্ত্রীকে কোপায় অভিযুক্ত। বাবার কীর্তি দেখে ছুটে গিয়ে মহিলার বাপের বাড়িতে খবর দেয়, তাদের এক সন্তান।

মহিলার বাবা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেয়ে পড়ে রয়েছে। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি