ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২০ এপ্রিল ২০২২

শ্রীলঙ্কায় বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

মঙ্গলবার দেশটির রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালায়। আর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আবারও দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার শ্রীলঙ্কা জ্বালানির মূল্য প্রায় ৬৫ শতাংশ বাড়ালে দেশটির বিভিন্ন জায়গায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ছাড়া একইদিন গমের আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এদিন রামবুক্কানা শহরে জড়ো হওয়া জনতা জ্বালানির দাবিতে টানা ১৫ ঘণ্টা বিক্ষোভ করে। হাজার হাজার উত্তেজিত মোটরসাইকেল চালক এবং বাসচালক ক্যান্ডি শহরের সঙ্গে রাজধানী কলম্বোর সংযোগ স্থাপনকারী হাইওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করেন। বুধবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন। 

দেশটির পুলিশের মুখপাত্র নিহাল তালদুওয়া বিবিসি অনলাইনকে বলেছেন, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ‘গুলি করতে বাধ্য’ হয়েছে। বিক্ষোভকারীরা কিছু টায়ারে আগুন দেয়। তাই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। 

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও অন্যান্য বস্তু ছুড়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু পাথরের প্রতিক্রিয়ায় গুলি ছোড়াকে কোনোভাবে মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। 

বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কায় নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধি। এ ছাড়া ঘটনার নিন্দা জানিয়েছে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা। 

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কা বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে। গুরুত্বপূর্ণ পণ্য আমদানির অর্থ না থাকায় সংকট দ্রুত ঘনীভূত হয়। এর প্রতিক্রিয়ায় নিত্যপণ্যের মূল্য আকাশচুম্বী হয়ে পড়ে এবং জ্বালানি, ওষধু এবং বিদ্যুতের তীব্র সংকট দেখা দেয়। এতে হাজার হাজার শ্রীলঙ্কান রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি