ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২০ এপ্রিল ২০২২

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে একটি মিনিবাস ও কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। 

নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা মঙ্গলবার (১৯ এপ্রিল) জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবোঝাই মিনিবাস এবং কারের সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

নাইজেরিয়ার বাউচি প্রদেশের ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে অনেক রাস্তা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে গর্ত ও খানা-খন্দে ভরা এসব রাস্তায় দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় এবং এতে করে প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানি হয়ে থাকে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি