ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মারিউপোলে ফের হামলা, স্টিল কারখানার দখল নিল রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২১ এপ্রিল ২০২২

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে বুধবার নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। এমনকি স্থানীয় কর্মকর্তারা পশ্চিমে ইউক্রেন নিয়ন্ত্রিত শহর জাপোরিঝিয়ায় পালিয়ে যাওয়ার জন্য নারী, শিশু এবং বয়স্কদের জন্য একটি মানবিক করিডোর তৈরি করার চেষ্টা করার পরেও আক্রমণ চালিয়েছে তারা।

এদিকে মারিউপোলের অ্যাজোভস্টাল স্টিল কারখানা ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টিল কারখানা। গত প্রায় দুই মাস ধরে ইউক্রেনের মেরিন বাহিনী এই কারখানাটি রাশিয়ার হাত থেকে রক্ষা করে এসেছে। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে অবস্থানরত মেরিন বাহিনী জানাচ্ছিল, তাদের গোলাবারুদ ক্রমশ কমে আসছে। দ্রুত তা পূরণ না করলে বাহিনীর পক্ষে আর কারখানাটি রক্ষা করা সম্ভব নয়।

এরইমধ্যে বুধবার দুপুরে চেচেন নেতা রামজন কাদিরভ দাবি করেন, কারখানাটি রাশিয়ার দখলে চলে এসেছে। ইউক্রেন অবশ্য এর সমর্থনে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি।

চেচেন গোষ্ঠী রাশিয়া সমর্থিত একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এবারের লড়াইয়ে রাশিয়ার সেনার সঙ্গে চেচেন যোদ্ধারাও ইউক্রেনে ঢুকেছিল বলে বিশেষজ্ঞদের বক্তব্য। বস্তুত, তারা কিয়েভ পর্যন্ত গিয়েছিল বলে গোয়েন্দাদের বক্তব্য। চেচেন নেতাও সে কথা স্বীকার করেছেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি