ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজের অঙ্গীকার গুতেরেস-এরদোগানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৬ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:৩৮, ২৬ এপ্রিল ২০২২

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই ভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানও তার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

গুতেরেস সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগানের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে গুতেরেস ইউক্রেনে সংঘাত বন্ধে তুরস্কের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় তার সমর্থন ব্যক্ত করেন।

গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, “গুতেরেস এবং প্রেসিডেন্ট এরদোগানের অভিন্ন লক্ষ্য যতো শীঘ্র সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান এবং বেসামরিক নাগরিকদের দুর্ভোগ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

তিনি জানান, তারা চলমান উদ্যোগসমূহ অনুস্মরণে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

এছাড়া উভয়ে জ্বালানি, খাদ্য ও আর্থিক খাতসহ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন।

গুতেরেস আঙ্কারা থেকে মস্কো সফরে যাবেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন।
এরপর বৃহস্পতিবার তিনি ইউক্রেন সফরে যাবেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তাকে স্বাগত জানাবেন।

এছাড়া তিনি ইউক্রেনে জাতিসংঘ সংস্থাসমূহের স্টাফের সঙ্গে মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে কথা বলবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি