ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ায় কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার বোমা হামলায় ধ্বংস স্তুপে পরিণত হচ্ছে ইউক্রেন। মারা যাচ্ছে সাধারণ নাগরিকরা। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য সরকার ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন কিছু পণ্য রাশিয়ায় রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে সোমবার এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাজ্যও এমন কিছু পণ্য ও প্রযুক্তি রাশিয়ায় রপ্তানি নিষিদ্ধ করছে যা ইউক্রেনের বীর জনগণকে দমনে ব্যবহৃত হতে পারে। এ সব পণ্যের মধ্যে আড়িপাতা ও পর্যবেক্ষণ সরঞ্জাম রয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্য ইউক্রেন থেকে আমদানিকৃত সকল্য পণ্যের ওপর থেকে শুল্ক কোটা বাতিলের ঘোষণা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির অনুরোধে তা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি