কোভিড আক্রান্ত কমলা হ্যারিস
প্রকাশিত : ১০:১৬, ২৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:১৮, ২৭ এপ্রিল ২০২২
বুস্টারসহ তিন ডোজ টিকা নিয়েও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। খবর এপির।
কমলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, “আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কোয়ারেন্টিনে আছেন এবং নিজের বাসভবনের দপ্তর থেকেই দায়িত্ব পালন করে যাবেন।”
অ্যালেন আরও জানান, সাম্প্রতিক সময়ে কিছু কর্মসূচিতে প্রেসিডেন্ট এবং ফাস্ট লেডির কাছাকাছি আসলেও সেটাকে ক্লোজ কন্ট্রাক হিসেবে বিবেচনা করা যায় না।
কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও ভাইস প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
মার্চের শুরুতে কমলার স্বামী ডগলাস এমহফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় কয়েক সপ্তাহ আইসোলেশনে ছিলেন আমেরিকার প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা।
কমলা হ্যারিসের করোনা থেকে সুরক্ষায় দুইটি এবং বুস্টার ডোজ টিকা নেওয়া ছিলো। তার পরও তিনি করোনায় আক্রান্ত হলেন।
এসএ/
আরও পড়ুন