ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চীনে কোভিড গণ টেস্টের নির্দেশ, ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৮ এপ্রিল ২০২২

সন্দেহজনক কোভিড সংক্রমণের পর দেশব্যাপী কোভিড দ্রুত ছড়িয়ে পড়া রোধকল্পে চীনের মেগাসিটি গুয়ানজুতে বৃহস্পতিবার কয়েক’শ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৫৬ লাখ লোকের গণটেস্ট করা হচ্ছে।

চীন ২০২০ সালের শুরুর দিকে কোভিডের প্রথম ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের পর এখন নতুন করে কঠিন সংক্রমণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। পূর্ব সাংহাইয়ে দৈনিক কয়েক ডজন মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে এবং রাজধানী বেইজিংয়ে অনেক মানুষ সংক্রমিত হওয়ায় যে এলাকায় সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে লোকদের ঘরে থাকার জন্য এলাকা সিল করে দিয়েছে।

সংক্রমণ বন্ধে চীন ‘জিরো-কোভিড নীতি’ গ্রহণ করে লকডাউন, গণটেস্টিং এবং ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যবহার করেছে।

কার্যত সপ্তাহব্যাপী লকডাউনসহ ঘূর্ণায়মান ভাইরাস নিষেধাজ্ঞা সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ লোকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈশ্বিক সাপ্লাই চেইনের অন্যতম সাংহাই বন্দরে কন্টেইনার জট পড়েছে। 

বৃহস্পতিবার চীনের দক্ষিণের একটি প্রধান বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র গুয়াংজুতে বিমান বন্দরে টেস্টে ‘অস্বাভাবিক’ ফলাফল পাওয়ার পরে নগরীর ১৯ মিলিয়ন লোকের প্রায় এক তৃতীয়াংশের গণ টেস্টের ঘোষণা দিয়েছে। সেখানে বেশীরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে বুধবার সাংহাইয়ের কাছে হাংঝু উপশহরের ৪৮ ঘন্টায় ১২ দশমিক ২ মিলিয়ন লোকের মধ্যে ৯৪ লাখ লোকের টেস্ট সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি