ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আল আকসায় ফের সংঘর্ষ, আহত ৪২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২৯ এপ্রিল ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে জেরুজালেমে। ইসরায়েলের পুলিশের সঙ্গে ফিলিস্তিনি জনতার সংঘর্ষে রক্ত ঝরল আল-আকসা মসজিদ চত্বরে।

শুক্রবার সকালে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের জখম গুরুতর বলে ফিলিস্তিনের মানবাধিকার সংগঠন ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ দাবি করেছে।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের নমাজের আগে ইসরায়েলি পুলিশ লাঠি, ঢাল, রবার বুলেট, কাঁদান গ্যাস নিয়ে মসজিদ চত্বরের অদূরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের জমায়েতে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা বিক্ষোভকারীরা ইট-পাথর ছোড়েন। এক সময় পুলিশ আল আকসা চত্বরে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এর আগে বৃহস্পতিবার রাতেও আল আকসা চত্বরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছিল।

জেরুজালেম পুলিশ শুক্রবার বিকেলে জানিয়েছে, পাথর ছোড়া ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছর, আল আকসা চত্বরে এমনই সংঘর্ষের পরে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাসের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে জড়িয়ে পড়েছিল ইসরায়েল সেনা। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি