ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে বেড়েছে আকাশপথে ভ্রমণ, চাপে এয়ারলাইন্সগুলো (ভিডিও)

জসিম জুয়েল

প্রকাশিত : ১২:৫৫, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

এবারের ঈদে শুধু আকাশ পথেই প্রতিদিন ঢাকা ছাড়ছেন প্রায় ১০ হাজার যাত্রী। টিকেটের দাম বেশি  থাকার পরও ঈদের আগে ও পরের এক সপ্তাহের কোনো টিকেট নেই। এদিকে যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। 

ঈদে লম্বা ছুটির কবলে দেশ। সবাই ছুটছেন বাড়ি ও পর্যটন কেন্দ্রে। যানজট আর সময় বাচাঁতে অনেকে বেছে নিচ্ছেন আকাশ পথ। 

অন্য যেকোনো সময়ের চেয়ে এবার ঈদে বিমানের টিকেটের চাহিদা অনেক বেশি। প্রয়োজনীয় টিকেটের সরবরাহ করতে হিমিশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। 

কক্সবাজার, সৈয়দপুর, বরিশাল, যশোর ও রাজশাহী রুটের টিকেটের চাহিদা বেশি। এরমধ্যে ঈদের আগের তিনদিন ও পরে সাতদিনের টিকেট বিক্রি শেষ বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম।

একুশে টেলিভিশনকে তিনি বলেন, “চার দিনে যা ক্যালকুলেশন ইন-এন এভারেজ সবগুলো এয়ারলাইন্স মিলে- ২৫ থেকে ৩০ হাজার যাত্রী ঢাকার বাইরে ঈদ করার জন্যে গত চারদিনে..প্লাস যদি সপ্তাহ ধরে হিসাব হয়, অ্যারাউন্ড ৪০ হাজার যাত্রী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ঈদ করার জন্যে ইতোমধ্যে গেছে।”

অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। তবুও যাত্রী চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান ইউএস বাংলার এই মহাব্যবস্থপক। 

“আমরা আসলে ঈদ উপলক্ষে ফ্লাইট দিয়েছিলাম- রাজশাহীতে একটা ও সৈয়দপুরে দুইটা ফ্লাইট।

আর বাকী আসলে আমাদের পরিকল্পনা ছিলো যে ডিপেন্ডস অন ডিমান্ড এবং সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অনিযায়ী। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আমাদের রেগুলার ফ্লাইট যেহেতু পর্যাপ্ত ছিলো সেখানে আসলে আমাদের এর বেশি ফ্লাইটের প্রয়োজন পড়েনি। তবে ঈদের পরে যারা ঢাকামুখী যাত্রীদের ৪ তারিখ থেকে অলমোস্ট ৭/৮ তারিখ পর্যন্ত একটা ভালো প্রেসার আছে দেখতে পাচ্ছি।”

অভ্যন্তরীণ রুটে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী। তবে ভাড়া বাড়ার পেছনে নানা অজুহাত এয়ারলাইন্সগুলোর।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি