ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ম্যানিলায় আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২ মে ২০২২ | আপডেট: ১২:৪৩, ২ মে ২০২২

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুন লেগে মৃত্যু হয়েছে ছয় শিশুসহ আটজনের। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

দেশটির একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কুইজন শহরের একটি দরিদ্র সম্প্রদায়ের বসতিতে আগুন লাগে। এতে ৮০টি ঘরবাড়ি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ৬ জন শিশুসহ মোট আটজনের মৃত্যু হয়। 

দমকল কর্মীরা জানান, বসতির একটি বাড়ির দ্বিতীয় তলায় সকাল ৫ টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

সিনিয়র ফায়ার অফিসার গ্রেগ বিচায়দা এজেন্স ফ্রান্স প্রেসকে জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

আর এরইমধ্যে ঘর থেকে বের হতে না পারায় আগুন পুড়ে মৃত্যু হয়েছে ৬ শিশুসহ ৮ জনের। 

এসবি/ 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি