ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আট বেগম নিয়ে ভারতে কুয়েতের আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:২০, ১ জুলাই ২০১৭

ছবি: কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ

ছবি: কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ

Ekushey Television Ltd.

চিকিৎসা করাতে পরিবার নিয়ে ভারতে এসেছিলেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ। তাঁর সঙ্গে আসেন তাঁর আট বেগমসহ পরিবারের ২৮ জন সদস্য।

ছয় দিন অবস্থানের পর শুক্রবার তিনি দেশে ফিরে গেছেন। এর আগে গত রোববার শেখ সাবা চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে আসেন। সোমবার তিনি উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় জেপি হাসপাতালে ভর্তি হন।

তবে আমিরের কী রোগ হয়েছে, তা জানা যায়নি। তাঁর চিকিৎসার জন্য ২০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় ওই হাসপাতালে। আমিরকে রাখা হয় একটি বিশেষ কেবিনে। আর তাঁর পরিবার ওঠে গ্রেটার নয়ডার বিলাসবহুল জেপি রিসোর্টে। এই রিসোর্ট থেকে হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার। আমিরের পরিবার হেলিকপ্টারযোগে রিসোর্ট থেকে হাসপাতালে যাতায়াত করে।

আমির তাঁর ব্যক্তিগত বিমানে করে দিল্লি আসেন। এরপর হেলিকপ্টারে করেই গ্রেটার নয়ডায় আসেন। প্রসঙ্গত শেখ সাবা ২০০৬ সালের জানুয়ারি থেকে দেশটির আমির পদে রয়েছেন।

 

ইআর/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি