ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৪ মে ২০২২

Ekushey Television Ltd.

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার (৪ মে) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

এতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিও রয়েছেন। এছাড়া জাপানের পার্লামেন্ট সদস্যরা এবং দেশটির সামরিক বাহিনীর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে আরআইএর প্রতিবেদনে বলা হয়, 'ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রুশবিরোধী প্রচারণা শুরু করেছে এবং রুশ ফেডারেশনের বিরুদ্ধে অপবাদ এবং সরাসরি হুমকিসহ অগ্রহণযোগ্য বক্তব্যে সায় দিয়েছে।'

মার্চ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দসহ দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি রেখেছে জাপান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি