ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আজভস্টালের পরিস্থিতি ‘খারাপের দিকে যাচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৬ মে ২০২২ | আপডেট: ১৮:২৭, ৬ মে ২০২২

মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্কস ফ্যাক্টরি

মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্কস ফ্যাক্টরি

‘স্টিলওয়ার্কের পরিস্থিতি এখন খুবই সংকটজনক; এটি দীর্ঘদিন ধরে সংকটাপন্ন ছিল। কিন্তু এখন এর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।’

শুক্রবার সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ইউক্রেনীয় যোদ্ধা মিখাইলো ভার্শিনিন। যিনি মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্কস ফ্যাক্টরিকে রক্ষার কাজে নিয়োজিত আছেন।

তিনি এদিন বিবিসিকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘গত দুই দিন ধরে রাশিয়ান সৈন্যরা এখানকার প্ল্যান্টে সক্রিয়ভাবে তাণ্ডব চালাচ্ছে। তারা বিমান, আর্টিলারি এবং ভারী অস্ত্রের সাহায্যে মারিউপোলের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা আজভস্টাল স্টিলওয়ার্কস ফ্যাক্টরি রক্ষকদের পিছনে ঠেলে দিচ্ছে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও বেশি লোক আহত হয়েছে। তবে আমরা এখনও হতাহতের পরিসংখ্যান জানতে পারিনি।’

ইউক্রেনীয় এই যোদ্ধা বলেন, ‘তবে মূল বিষয় হলো, আমাদের এই প্ল্যান্টের বোমা আশ্রয়কেন্দ্রে এখনো বহু বেসামরিক লোকজন রয়েছেন।’

মিখাইলো ভার্শিনিন আরও বলেন, ‘সম্প্রতি, আজভস্টালে খুব ভারী বোমা হামলার পরে, সেখানে দুজন বেসামরিক লোক নিহত হয়েছিল এবং আমার মনে হয় জন দশেক আহত হয়েছে। তবে এ সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য নেই যে, ঠিক কতজন বেসামরিক লোক হতাহত হয়েছে। কারণ আমরা এই স্থান ত্যাগ করতে পারছি না এবং বাঙ্কারগুলোতেও যেতে পারছি না, যেখানে তাদেরকে রাখা হয়েছে।’

যদিও মারিউপোলে ঠিক কী ঘটছে, তা জানাটা এখন খুবই কঠিন। কেননা, উভয় পক্ষই পরস্পরবিরোধী তথ্য প্রকাশ করছে। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি