ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ৭ মে ২০২২ | আপডেট: ১৯:৩৮, ৭ মে ২০২২

ইউক্রেনে রুশ হামলা ৭৩তম দিনে পদার্পণ করল। এ পর্যন্ত ইউক্রেনে মোট ২৫ হাজার ১০০ রুশ সৈন্য নিহত হয়েছে বলেই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার ইউক্রেনীয় জেনারেল স্টাফের দেয়া সর্বশেষ তথ্যানুসারে, ইউক্রেনীয় বাহিনী এ পর্যন্ত ১৯৯টি রাশিয়ান বিমান, ১৫৫টি হেলিকপ্টার, ৩৪১টি মনুষ্যবিহীন ড্রোন, ১ হাজার ১২২টি ট্যাঙ্ক, ২ হাজার ৭১৩টি সাঁজোয়া যান এবং ৫০৯টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে।

এছাড়াও রাশিয়া ১৭২টিরও অধিক রকেট লঞ্চার সিস্টেম, ১ হাজার ৯৩৪টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্ক, ৮৪টি বিমান বিধ্বংসী সিস্টেম, ১১টি নৌযান এবং ৯০টি ক্রুজ মিসাইল হারিয়েছে বলে দাবি ইউক্রেনীয় সামরিক বাহিনী।

এদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অন্তত ৩ হাজার ৩০৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৪৯৩ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে সংস্থাটি।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ৫৭ লাখের বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। সেইসঙ্গে প্রায় ৭৭ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র- আনাদোলু এজেন্সি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি