মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ওডেসা
প্রকাশিত : ২২:১১, ৭ মে ২০২২
রাশিয়ার বিরুদ্ধে এবার বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক এমন অভিযোগ করেছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে তিনি বলেন, দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসাতে পরপর ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
নাটালিয়া হুমেনিউক আরও বলেন, আবাসিক এলাকায় অবস্থিত একটি আসবাবপত্র কারখানায় চারটি রকেট আঘাত হেনেছে। অপর দুটি আঘাত হেনেছে আগেই ক্ষতিগ্রস্ত হওয়া রানওয়ে স্ট্রিপে।
এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়।
রাশিয়ার দাবি, ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুতাগার ধ্বংস করে দিয়েছে তারা।
এদিন ইউক্রেনের তিনটি গোলাবারুদের গুদামসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে, ৭৩ দিনে পা রাখা চলমান যুদ্ধে এ পর্যন্ত ২৫ হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো এসব অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে মস্কো। সূত্র- বিবিসি।
এনএস//
আরও পড়ুন