ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপিন্সে তিন যুগ পর ক্ষমতায় ফিরছে মার্কোস পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১০ মে ২০২২

Ekushey Television Ltd.

এক সময় যা ছিল অকল্পনীয়, তাই ঘটতে যাচ্ছে ফিলিপিন্সে। যে স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে উৎখাত করেছিল জনগণ, এবার তার ছেলেই প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনের পুরো ফলাফল না মিললেও আংশিক বেসরকারি ফলাফলে দেখা গেছে সাব্কে স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বংবং ৫৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি লেনি রোব্রেদো পেয়েছেন ২৮ শতাংশ ভোট। 

ধারণা করা হচ্ছে পুরো ফলাফলেও বিপুল ব্যবধান ধরে রাখবেন মার্কোস জুনিয়র। আর তাতেই ৩৬ বছর পর দেশটির ক্ষমতায় ফিরবে মার্কোস পরিবার। সবকিছু ঠিকঠাক থাকলে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বংবং। 

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট পদে এবং সেনেট, কংগ্রেস, বিভিন্ন নগরীর মেয়র ও কাউন্সিলরসহ প্রায় ১৮ হাজার পদে ভোট হয়েছে সোমবার। দেশটিতে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি।

বংবংয়ের বাবা সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোস তার নিষ্ঠুর শাসন ব্যবস্থার কারণে কুখ্যাত ছিলেন। সিনিয়র মার্কোস, স্ত্রী ইমেলদা এবং সহযোগীদের আকণ্ঠ দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি ডুবে গিয়েছিল বিশাল ঋণে। তাদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ১৯৮৬ সালে জনরোষের মুখে পতন ঘটে মার্কোস শাসনের।  

জুনিয়র মার্কোস ওরফে বংবং অবশ্য দেশটির রাজনীতিতে নতুন মুখ নন। এর আগেও বিভিন্ন নিরবাচনে অংশ নিয়েছেন তিনি। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে রোব্রেদোর কাছেই হেরেছিলেন তিনি। 

কঠোর হাতে মাদক ব্যবসায়ীদের দমনের জন্য সমালোচিত দুতার্তে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ৭৬ বছর বয়সী দুতার্তের সময়ে মাদক ব্যবসা দমনের নামে বহু মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে। 

এবারের নির্বাচনে দুতার্তের মেয়ে সারা দুতার্তেও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাথমিক ফলাফলে তিনিও এগিয়ে আছেন।   
ভোটের সরকারি ফলাফলের জন্য আরো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে।  
সূত্র: বিবিসি
এএইচএস/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি