ইউক্রেনে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
প্রকাশিত : ১২:১৮, ১০ মে ২০২২
ইউক্রেনে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসায় এ হামলা চালায় পুতিনের সেনারা।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, একটি শপিং সেন্টার ও একটি ডিপোতে ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। খবর বিবিসির।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রুশ সেনাবাহিনী একটি যুদ্ধবিমান থেকে ওডেসার একটি শপিং মল ও ২টি হোটেলে ৩টি হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ‘পর্যটকদের স্থানে’ আঘাত করেছে।
তবে সিএনএন আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
এ নিয়ে রুশ বাহিনী ওডেসা অঞ্চলে ২টি হোটেলে হামলা চালিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, হোটেলগুলোয় কারা থাকেন বা কেন সেগুলোয় হামলা চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এসএ/
আরও পড়ুন