ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১২ মে ২০২২

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী স্যাম বাসিল। 

বুধবার (১১ মে) রাতে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর উপপ্রধানমন্ত্রী বাসিলসহ অন্য তিনজন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপ-প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, “দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালক সম্পর্কে জানা গেছে।”

সময় মতো দুর্ঘটনার তদন্ত সম্পন্ন হবে বলেও আশাবাদী ডেভিড ম্যানিং।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি