ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রুশ নৌবাহিনীর আরও একটি জাহাজে হামলার দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৩ মে ২০২২

Ekushey Television Ltd.

কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর আরও একটি জাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। রয়টার্স জানায়, হামলার পর রসদবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি মস্কো। এদিকে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ গ্রহণ করলে দেশ দুইটি নিজেদের রুশ হামলাার লক্ষ্যস্তুতে পরিণত করবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

অন্যদিকে ন্যাটোর সদস্যপদের বিষয়য়ে ফিনল্যান্ডকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এদিকে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার চেয়ে পশ্চিমা দেশগুলোরই বেশি ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় ইউরোপে মুদ্রাস্ফীতির কথা তুলে ধরনে তিনি। ইউক্রেনের চেরনোবিলের একটি স্কুলে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।


এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি