ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৪ মে ২০২২

সিরিয়ার কেন্দ্রস্থলে ইসরাইলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়ে বলেছে, ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে পাঁচব্যক্তি শহীদ হয়েছে।

এছাড়া এ হামলায় আরো সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলায় বস্তুগত ক্ষতিও হয়েছে বেশ।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগের চার সৈন্য এ হামলায় প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সৈন্য রয়েছে।

লন্ডন ভিত্তিক সংস্থাটি আরো বলছে, ইসরাইলী যুদ্ধবিমান ইরানের সেনা উপস্থিতি রয়েছে এমন অবস্থান লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

ইসরাইলী বাহিনী আত্মপক্ষ সমর্থন করে বলেছে, চিরশত্রু ইরানকে তাদের দোড়গোড়ায় পা রাখা থেকে বিরত রাখতে এ হামলা চালানো হয়েছে।

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণেই তারা সিরিয়ায় সেনা মোতায়েন করেছে। এসব সেনা কেবল উপদেষ্টা হিসেবে কাজ করছে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি