ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিপক্ষে মার্কিন কংগ্রেসম্যান পল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১৫ মে ২০২২

রিপাবলিকান কংগ্রেসম্যান পল গোসার (অ্যারিজোনা)।

রিপাবলিকান কংগ্রেসম্যান পল গোসার (অ্যারিজোনা)।

ইউক্রেনে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাঠানোর বিরোধিতা এবং এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান পল গোসার (অ্যারিজোনা)। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক ও সামরিক সহায়তার বিলটি মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হয়। ভোটাভুটি শেষে ৩৬৮ ও ৫৭ ভোটের সমর্থন পেয়ে বিলটি পাশ হয়।  

এদিকে সিনেটর র‌্যান্ড পল (রিপাবলিকান-কেনটাকি) তহবিল বিল অনুমোদনের ওই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তিনি উল্লেখ করেছেন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র মোট ৬০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে।

ওই সিনেটর যুক্তি দেন- যুক্তরাষ্ট্র ধার করা অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধে এক পক্ষকে অর্থায়ন করছে। অথচ দেশটির ৩০ ট্রিলিয়ন ঋণ রয়েছে। মুদ্রাস্ফীতি সংকট যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও খারাপ করবে। তিনি বলেন, 'আমেরিকানরা ব্যথা অনুভব করছে এবং কংগ্রেস হাত থেকে আরও বেশি অর্থ বাইরে ঠেলে দিচ্ছে।'

কংগ্রেসম্যান গোসার বলেন, 'আমার কাছে শান্তি এবং অ-হস্তক্ষেপের পথ ছাড়া অনুসরণ করার কোন নীতি নেই। আমার বড় ছেলেমেয়েরা আমেরিকার যুদ্ধ এবং হস্তক্ষেপ ছাড়া কিছুই জানে না।' 

তিনি আরও বলেন, 'ইউক্রেন আমাদের মিত্র নয়, রাশিয়া আমাদের শত্রু নয়। আমাদের শত্রু ঋণ, মুদ্রাস্ফীতি এবং অভিবাসন সমস্যা। কিন্তু এর কোনোটার জন্যই পুতিন দায়ী নন।'

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি