রুশ সীমান্তে ইউক্রেনীয় সেনাদের গর্জন
প্রকাশিত : ১৮:০৭, ১৭ মে ২০২২
ফাইল ছবি
ক্রমশ লক্ষ্যভ্রষ্ট হচ্ছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, গোটা ইউক্রেনকে ‘মুক্ত’ করবেন তাঁরা। ক্রমে সেই লক্ষ্য থেকে সরে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে নজর দেয় রাশিয়া।
এখন উত্তর-পূর্ব ইউক্রেনের দখলও হাতছাড়া হয়েছে মস্কোর। এ দিন একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, রুশ সীমান্তে দাঁড়িয়ে ইউক্রেনীয় বাহিনীর গর্জন, ‘আমরা এখানে মিস্টার প্রেসিডেন্ট!’
এই মুহূর্তে একমাত্র মারিউপোল-সহ ডনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি অবশ্য দবি করেছেন, মারিউপোলও তিনি মুক্ত করবেন। তাকে সমর্থন করে ইউরোপ-আমেরিকা ও জি-৭-এর মতো ধনী দেশের গোষ্ঠীও জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের সীমান্ত বদলের চেষ্টা করে, তারা তা মান্যতা দেবে না।
রুশ সীমান্ত ঘেঁষা সুমি অঞ্চলেও মস্কোর হামলা বন্ধ হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। রুশ আগ্রাসনের শুরু থেকে এই অঞ্চলটি ভয়ানক হামলার শিকার। ইউক্রেনের পশ্চিম অংশ এখন একেবারেই শান্ত। কাল থেকে কিয়েভে ভারতীয় দূতাবাসের কাজও চালু হয়ে যাবে। বহু অঞ্চলেই মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। একমাত্র ডনবাস এলাকায় এখনও রয়েছে রুশরা।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত স্থলবাহিনীর এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া। বিপুল ক্ষয়ক্ষতি ও মৃত্যুর বোঝা মস্কোর ঘাড়ে। এমনকি রাশিয়া যা-ই দাবি করুক, পূর্ব ইউক্রেনেও তেমন অগ্রগতি হয়নি ক্রেমলিনের সেনার।
ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে, ‘রুশ বাহিনীর শক্তি ক্রমশ কমছে। নৈতিক দিক থেকেও তারা জোর পাচ্ছে না। বাহিনীর কর্মক্ষমতা কমেছে। কিছু ক্ষেত্রে এমন অবস্থা যে কোনও পরিবর্তিত ব্যবস্থা নেই রাশিয়ার হাতে। ফলে রুশ অভিযান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।’
ব্রিটেনের গোয়েন্দা বাহিনীর দাবি, আগামী এক মাসে আরও পিছু হটতে বাধ্য হবে রাশিয়া। এ-ও শোনা গিয়েছে, মারিউপোলের আজ়ভস্টল কারখানার নীচে আটকে থাকা জখম সেনাবাহিনীকে উদ্ধারে ইউক্রেন সরকারে সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়া। যদিও এই পরিস্থিতিতেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। আজ তারা দাবি করেছে, কৃষ্ণসাগরে স্নেক আইল্যান্ডের কাছে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে। পূর্ব ইউক্রেনে মস্কোর ক্ষেপণাস্ত্র হানাও জারি রয়েছে।
এসি
তামিমের এক হাজার রান
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টেস্ট ম্যাচে এক হাজার পূর্ণ করলেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল।
চলমান চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন তামিম। এই ইনিংস খেলার পথে দেশের তৃতীয় ব্যাটার হিসেবে চট্টগ্রামের ভেন্যুতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
তামিমের আগে চট্টগ্রামের এই ভেন্যুতে এক হাজার রান করেছেন মুশফিকুর রহিম ও টেস্ট অধিনায়ক মোমিনুল হক। এই ভেন্যুতে ইতোমধ্যে মুশফিক ১৯টি ও মোমিনুল ১২টি টেস্ট খেলেছেন।
১৬ টেস্ট খেলে চট্টগ্রামের মাটিতে এক হাজার রান পূর্ণ করেন তামিম। এখানে আজ দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। সাড়ে সাত বছর পর চট্টগ্রামের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন তামিম। সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তামিম।
শ্রীলংকার বিপক্ষে টেস্টে তৃতীয় দিন সেঞ্চুরির পর ১৩৩ রানে পৌঁছে আহত অবসর নিয়েছেন তামিম।
এসি
আরও পড়ুন