ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভারী বৃষ্টিপাতের ফলে আসামে বন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৮ মে ২০২২

ভারতের আসাম রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে ২৬টি জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আসামে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশপাশি, আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

বন্যার কারণে রাজ্যের ২০ জেলার রেলযোগাযোগ ব্যাহত হয়েছে। 

উত্তর-পূর্ব অঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং মেঘালয়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। 

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি