ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২০ মে ২০২২

ভারতের আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ২৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। 

রাজ্যটিতে অবিরাম বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলায় ১শ’ ৩৫টি শিবিরে ৪৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 

বন্যা কবলিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি যাতে না হয়, সেজন্য ১শ’ ১৩টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

এদিকে, আগামী চারদিনে পুরো অঞ্চলে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করেছে গুয়াহাটি আবহাওয়া দপ্তর। 

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার বন্যাকবলিত জেলাগুলোতে সহায়তা হিসেবে দেড়শ’ কোটি রুপি ছাড় করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি