ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আরও ২০০ রুশ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২০ মে ২০২২

আরও ২০০ জন রুশ সৈন্যকে হত্যার দাবি করল ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২৮ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের মতে, বৃহস্পতিবার আরও দুই শতাধিক রুশ সেনা নিহত হয়েছে। 

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করতে বলছে যে, ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ২০৪টি রুশ বিমান, ১৬৮টি হেলিকপ্টার, ৪৬০টি মনুষ্যবিহীন আকাশযান, ১ হাজার ২৬৩টি ট্যাঙ্ক এবং ৩ হাজার ৯০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

এছাড়াও তাদের দাবি মতে, রাশিয়া এই সময়ে ২ শতাধিক রকেট লঞ্চার সিস্টেম, ২ হাজার ১৬২টি যানবাহন, ১০৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৯৩টি বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং ১৩টি নৌযান হারিয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে দেয়া তথ্য অনুসারে, ইউক্রেনের আশেপাশে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩১ জন শিশু নিহত এবং ৪২৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

শিশুদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে দোনেটস্ক, রাজধানী কিয়েভ এবং খারকিভ শহরে।

এছাড়াও, রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের ১ হাজার ৮৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৭২টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেনে চলমান যুদ্ধে অন্তত ৩ হাজার ৮৮১ জন নিহত এবং ৪ হাজার ২৭৮ জন আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বলেই মনে করছে বিশ্ব সংস্থাটি।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৬৪ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে। যেখানে ৭৭ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র- আনাদোলু এজেন্সি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি