ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দালাইলামার সঙ্গে দেখা করলেন মার্কিন বিশেষ সমন্বয়কারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২২ মে ২০২২ | আপডেট: ২০:১৮, ২২ মে ২০২২

দালাই লামা ও মার্কিন বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া।

দালাই লামা ও মার্কিন বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া।

ধর্মশালায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন তিব্বত বিষয়ক মার্কিন বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

তিব্বত.নেট জানিয়েছে, গত বুধবার ধর্মশালায় পৌঁছান জেয়া। উচ্চপর্যায়ের এই সফরে তিব্বত ইস্যুতে ওয়াশিংটনের সমর্থন তুলে ধরেন তিনি। আর বাইডেন প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন সফরের জন্য তিব্বতিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন উজরা জেয়া। 

কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের প্রেসিডেন্ট পেনপা সেরিং গত মাসে ওয়াশিংটন সফরের পরপরই এই গুরুত্বপূর্ণ সফরে আসলেন জোয়া।  সেরিং যুক্তরাষ্ট্রে সফরকালে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ মার্কিন বিশেষ দূতের সঙ্গে দেখা করেন।

এনডিটিভি জানিয়েছে- তিব্বত ইস্যুতে বিশেষ সমন্বয়কের দায়িত্ব নেওয়া জেয়াকে গত ডিসেম্বরে নিয়োগ দিয়েছে বাইডেন প্রশাসন। এশিয়া সফরের অংশ হিসেবে গত ১৭-২২ মে পর্যন্ত তিনি ভারত ও নেপালে সফর করবেন। আশা করা হচ্ছে- তিনি দালাই লামার দূত এবং চীনা নেতৃত্বের মধ্যে আলোচনার প্রচারে সক্রিয়ভাবে কাজ করবেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি