ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া: মূখ্য আলোচক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া। কিয়েভের সঙ্গে আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান এ কথা বলেন।

বেলারুশ টিভির সাথে সাক্ষাতকারে ভ্লাদিমির মেডিনস্কি বলেন, “আমাদের দিক থেকে আলোচনা অব্যাহত রাখতে আমরা প্রস্তুত।”

রাশিয়া কখনও আলোচনা প্রত্যাখ্যান করেনি উল্লেখ করে তিনি বলেন, “শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউক্রেনের ওপর।”

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে সরাসরি ও ভিডিও লিংকের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। কিন্তু আলোচনায় কোন ফল পাওয়া যচ্ছিল না এবং এক পর্যায়ে তা থেমে যায়।

কিয়েভের মূখ্য আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, “রুশ হামলার প্রাথমিক পর্যায়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোন ফলাফল পাওয়া যায়নি। ফলে আলোচনা স্থগিত রয়েছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি