ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

খোদাই হত্যার প্রতিশোধ নেবে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৩ মে ২০২২

ইরান বিভ্যুলিশনারি গার্ডের কর্ণেল সায়্যিদ খোদাইকে হত্যার প্রতিশোধ নেবে। 

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার তেহরানে সায়্যিদের বাড়ির সামনে মোটর সাইকেল আরোহী এক আততায়ী গুলি করে তাকে হত্যা করে। 

ইরান এ হত্যার জন্যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলসহ এর মিত্র দেশসমূহের প্রতি অভিযোগের আঙুল তুলেছে। 

২০২০ সালের নভেম্বরে পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরেজাদেহকে খুনের পর ইরানের অভ্যন্তরে এটিই সর্বশেষ উচ্চপর্যায়ের হত্যাকান্ড।  

রাইসি বলেন, “আমি নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে হত্যাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতার ওপর জোর দিচ্ছি এবং এ বিষয়ে কোন সন্দেহ নেই যে তার রক্তের প্রতিশোধ নেয়া হবে।”

তিনি আরো বলেন, “এ বিষয়েও কোন সন্দেহ নেই যে এই অপরাধের সাথে বিশ্বের ঔদ্ধত্যকারীদের সম্পৃক্ততা রয়েছে।”

ওমান সফরে যাওয়ার প্রাক্কালে রাইসি এ সব কথা বলেন। সেখানে তিনি সুলতান হাইথামের সাথে সাক্ষাত করবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি