ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোভিড ঊর্ধ্বমুখী: ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৩ মে ২০২২

করোনাভাইরাস ফের ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ রয়েছে সেগুলো হলো- ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিয়োপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলায় আপাতত যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সে ভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবে এখনও মাঙ্কি পক্সে আক্রান্ত কারও খোঁজ মেলেনি বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। 

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ এবং আমেরিকার বাসিন্দারা। এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি দেশে ৯২ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। তবে এতে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি