ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে সমুদ্র সৈকত থেকে ১৪ মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২৩ মে ২০২২

মিয়ানমারের একটি সৈকত থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হল। 

সোমবার স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেছেন, ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নৌকার মালিকসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইন-এর একজন সদস্য বলেছেন, এর আগে রোববার তারা ৮টি মৃতদেহ উদ্ধার করেছিল, যারা সবাই রোহিঙ্গা। সূত্র- এএফপি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি