ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইরানে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৪ মে ২০২২

১০তলা ভবন ধসে পড়ার পর একটি চিত্র

১০তলা ভবন ধসে পড়ার পর একটি চিত্র

Ekushey Television Ltd.

দক্ষিণ-পশ্চিম ইরানে একটি ১০তলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এখনও ধ্বংসস্তূপের নীচে আরও বেশি লোক আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

দেশটির ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের চেয়ারপারসন মোহাম্মদ-হাসান নামি মঙ্গলবার বলেছেন, এ পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে।

সোমবার আবাদান শহরে ধসে পড়া ১০ তলা ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ব্যস্ত আমিরি স্ট্রিটের মেট্রোপোল বাণিজ্যিক ভবনটি ধসে পড়ার সময় ১৫০ জনেরও বেশি লোক এর ভেতরে ছিল বলে জানা গেছে।

আশেপাশের সমস্ত বিল্ডিং খালি করা হয়েছে যা ধসের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে কর্মকর্তারা বলেন,  উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের চারপাশে খনন করা টানেলের মাধ্যমে বেসমেন্টে প্রবেশের চেষ্টা করছেন।

এদিকে, ঘটনা তদন্তের জন্য হেফাজতে নেওয়া ব্যক্তির সংখ্যাও বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। খুজেস্তানের প্রসিকিউটর জেনারেল সাদিক জাফারি চেগেনি এদিন এক বিবৃতিতে এ তথ্য জানান। সূত্র- আনাদোলু এজেন্সি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি