ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেক্সাসে স্কুলে গুলির ঘটনায় বাইডেনের ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৫ মে ২০২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে দেওয়া বক্তৃতায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ম্যাস শুটিং বা নির্বিচার গুলির এসব ঘটনায় তিনি হতাশ ও ক্লান্ত।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় শোক জানাতে শনিবার দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া তিনি আবারও বন্দুক নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ দেশটির প্রায় সব পর্যায়ের রাজনীতিকরাই।

এ ধরনের ঘটনা এড়াতে একটি গ্রহণযোগ্য বন্দুক নীতিমালা প্রণয়নের আহবান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি