ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাঙ্কিপক্সের পর এবারে ভারতে টম্যাটো ফ্লু আতঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৫ মে ২০২২

মাঙ্কিপক্সের পর এবার টম্যাটো ফ্লু। নতুন ভাইরাল জ্বর নিয়ে উদ্বেগ প্রতিবেশী দেশ ভারতে। দেশটির  ওড়িশা রাজ্যে আক্রান্ত হয়েছে ২৬ জন শিশু।

সেরাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিজয় মহাপাত্র জানিয়েছেন, ভুবনেশ্বরের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারে ৩৬টি নমুনার পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৬টি পজিটিভ।

আক্রান্তরা ১-৯ বছর বয়সের বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। আক্রান্তদের পাঁচ থেকে সাতদিন আইসোলেশনে রাখতে বলা হয়েছে। আক্রান্তদের অবস্থা অবশ্য গুরুতর নয়। নজরদারিতে রাখা হয়েছে।

এই জ্বরটি কী ?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাস সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের র‌্যাশ দেখা যায় ত্বকে। জ্বালা হয়। কেরালা রাজ্যে মূলত পাঁচ বছরের নীচের শিশুদের এই সংক্রমণ দেখা যাচ্ছে। 

কী কী উপসর্গ?

যে শিশুদের এই সংক্রমণ হচ্ছে, তাদের গায়ে টম্যাটোর মতো লাল রঙের ফোস্কা পড়ে। এছাড়াও জ্বর আসে। শরীরের গাঁটে গাঁটে ব্যাথা হয়। গাঁট ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় ক্লান্তি আসে।

বিশেষজ্ঞরা বলছেন অনেকক্ষেত্রে চিকুনগুনিয়ার মতো উপর্গ দেখা যায়। 

বিশেষজ্ঞজের একাংশ জানাচ্ছেন, এটি এক ধরনের হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সামান্য উপসর্গ দেখা দিলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আক্রান্ত শিশুদের উষ্ণ পানি খাওয়াতে হবে। কোনওভাবে ফোস্কায় হাত দেওয়া যাবে না। সামান্য উষ্ণ পানিতে গোসল করাতে হবে আক্রান্ত শিশুদের। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি