ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৬ মে ২০২২ | আপডেট: ১০:৩৭, ২৬ মে ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

টুইটে প্রেসিডেন্ট জানান, "সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে আগুন লেগে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতক হারানো মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।"

বুধবার (২৫ মে) মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা পৌঁছে ও এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়েছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি