ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিকে হালদারকে ৭ জুন পর্যন্ত হাজতে রাখার নির্দেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৭ মে ২০২২ | আপডেট: ২১:৩৯, ২৭ মে ২০২২

Ekushey Television Ltd.

অর্থপাচার মামলায় পি কে হালাদারকে ৭ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে কলকাতা আদালত। তার বিচার ভারত ও বাংলাদেশ দুই দেশের আদালতেই হবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, ‘পিকে হালদারের সহযোগীরা অর্থপাচারের বিষয়ে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। তাকে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য জানা যাবে।’

ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ১০ দিনের রিমান্ড শেষে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানালে হালদারকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২৭ মে) ভারতের স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের স্পেশাল সিবিআই এর ১ নম্বর কোর্টে হাজির করা হয় পি কে হালদার এবং তার ৫ সহযোগীকে।

গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারসহ ছয়জনকে আদালতে নেয়া হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিন দিনের জেরায় প্রায় ১৫০ কোটি রুপির বেশি সম্পদের হদিস পায় ইডি।

এর আগে ভারতে পি কে হালদারের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় দেশটির তদন্ত সংস্থা ইডি। এখন পর্যন্ত পি কে হালদারসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত ভারতীয় আইনের মানিলন্ডারিং অ্যাক্ট ৩ এবং ৪ ধারায় একটি মামলা দায়ের করেছে ইডি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি