ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতের গুয়াহাটিতে তৃতীয় নদী সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২৮ মে ২০২২ | আপডেট: ১৩:৫২, ২৮ মে ২০২২

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫১ নদীর সদ্ব্যবহার কীভাবে করা যায়, সেই উপায় খুঁজতে ভারতের গুয়াহাটিতে শুরু হয়েছে তৃতীয় নদী সম্মেলন। এছাড়াও এই সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে হারানো নৌপথ উদ্ধার ও তা আবার চালু করার কর্মপরিকল্পনা। 

শনিবার (২৮ মে) সকালে বেসরকারি এই উদ্যোগে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করসহ দুই দেশের নীতিনির্ধারকরা।

পরে মোমেন ও জয়শঙ্কর উদ্বোধন করেন দুই দিনব্যাপী এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ ২০২২ শিরোনামের এই নদী সম্মেলনের। 

সম্মেলনে ভারত-বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভুটান, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিনস ও ব্রুনেই সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে যোগাযোগ, সংস্কৃতি, বাণিজ্য, সংরক্ষণ এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সহযোগিতার ওপর জোর দিয়ে যৌথ মতামতকে উত্সাহিত করতে যৌথ নদী এবং এসব নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা করছেন আগত অতিথিরা। এতে পূর্ববর্বর্তী নদী সম্মেলনগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয়ও পুনরায় ব্যক্ত করা হবে। 

এর আগের সম্মেলনগুলো যথাক্রমে শিলং এবং ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও লকডাউন চলার সময় বেশ কয়েকটি গবেষণা এবং আউটরিচ প্রকল্প এবং অনলাইন ইভেন্ট আয়োজিত হয়েছিল।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি