ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্ধ্যা ৭টার পর কর্মক্ষেত্রে নারীদের রাখা যাবে না উত্তরপ্রদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

রাজি না থাকলে ভারতের উত্তর প্রদেশে কর্মক্ষেত্রে নারীদের সন্ধ্যা ৭টার পর রাখা যাবে না। চাকরিজীবী নারীদের জন্য নতুন এ পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

শনিবার (২৮ মে) উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়।

যোগী প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ করলে নারীদের যাতায়াত এবং খাওয়া খরচ বহন করবে সরকার।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারীরা লিখিত অনুমতি না দিলে সন্ধ্যা ৭টার পর এবং সকাল ৬টার আগে তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না।

উত্তরপ্রদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান দপ্তরের যুগ্ম সচিব সুরেশ চন্দ্র জানান, নারীদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে তাদের দিয়ে কোনও কাজ করানো যাবে না। তা বাড়ি থেকেই হোক কিংবা অফিসে এসে। আর নারীরা যদি রাতে অফিসে এসে কাজ করতে ইচ্ছুক হন, তা হলে তাদের জন্য যাতায়াত এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকারী সংস্থাকে।

যোগী সরকারের পক্ষ থেকে নারী কল্যাণমূলক প্রকল্পে ৭৫.৫০ কোটি বরাদ্দ করা হয়েছে, এ কথা আগেই জানানো হয়েছিল। নতুন ঘোষণায় রাজ্য প্রশাসন জানাল, নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে একেবারে জেলাস্তরে ‘সাইবার সহায়তা’ বিভাগ চালু করার কথাও ভাবা হচ্ছে।

এরই পাশাপাশি, কর্মক্ষেত্রে নারীদের 'কাজের সময়ও' মেপে দেওয়া হল। উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য, এই নিয়মের অন্যথা হলে তা শ্রম আইন লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে।

এ ছাড়াও যোগী সরকারের নির্দেশ, কাজের জায়গায় চার জনের বেশি নারীকর্মী থাকলে তবেই তাদের অফিসে ডাকা যাবে।

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নারীর্মীদের সংখ্যার বিচারে যোগীরাজ্যের স্থান দেশের তালিকায় নীচের দিকে। একেবারে শেষে রয়েছে বিহার। ওই রাজ্যে চাকরিজীবীদের মধ্যে মাত্র ১৪ শতাংশ নারীকর্মী। তালিকায় বিহারের ঠিক আগে রয়েছে উত্তরপ্রদেশ।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি