ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা শনিবার (২৮ মে) অন্তত ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনী ও রেডক্রস এ কথা গণমাধ্যমকে জানায়।

সরেজমিনে দক্ষ টিমের মাধ্যমে আঞ্চলিক সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা কিভু সিকিউরিটি ট্যাকার (কেএসটি) টুইটারে এক পোস্টে জানায়, হামলায় ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, “আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি। যখন আমরা সেখানে পৌঁছেছি, তখন অনেক দেরি হয়ে যায়। এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক বেশ কয়েকজন বেসামরিক লোককে ছুরি দিয়ে হত্যা করেছে।”

তথাকথিত ইসলামিক স্টেট’র স্থানীয় সহযোগী বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর বিরুদ্ধে সে দেশের পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সামরিক মুখপাত্র বলেন, শনিবার ভোরে হামলার পর উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে সৈন্যরা আক্রমণকারীদের তাড়া করে। সেই সময় ৭ জনের মৃত্যু ঘটে ও ১ জনকে আটক করা হয়।

এর আগে শনিবার দিনের শুরুর দিকে স্থানীয় রেডক্রস প্রধান ফিলিপ বোনানে মৃতের সংখ্যা ২৪ জন বলে জানান, তিনি লাশ স্থানান্তরের তদারকি কাজে নিয়োজিত ছিলেন।

সূত্রঃ বাসস

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি