ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন যুদ্ধে ‘ক্ষুধা’ অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৩০ মে ২০২২

কৃষ্ণ সাগরে বন্ধ বন্দর এবং সমুদ্রপথে পেতে রাখা বোমার জন্য কে দায়ী? রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে? ইউক্রেন থেকে শস্য সরবরাহ প্রতিস্থাপন করা যেতে পারে?

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে খাদ্য রপ্তানিকে কি ‘নীরব অস্ত্র' হিসাবে ব্যবহার করা হচ্ছে?

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া খাদ্যকে অস্ত্রে রূপ দিয়েছে৷ বিশ্ব খাদ্য কর্মসূচি- ডাব্লিউএফপি এর প্রধান ডেভিড বিসলে বলেছেন, ‘‘বিভিন্ন উপায়ে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ নিয়ে কোন সন্দেহ নেই৷’’

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডাব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বিশ্বব্যাপী খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করে আসছেন৷ মার্কিন টিভি নেটওয়ার্ক সিবিএস-এর ‘ফেস দ্য নেশন' শোতে ১৭ এপ্রিল দেয়া এক সাক্ষাৎকারে পুতিন ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘‘এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই৷’’

এর মাত্র কয়েকদিন পর ১৯ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও বিসলে বলেন, ‘‘ওডেসা অঞ্চলে বন্দরগুলো চালু করতে ব্যর্থ হওয়ায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে৷ এর ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ, অস্থিতিশীলতাএবং অভিবাসন বৃদ্ধি পাবে৷’’

রাশিয়ার শস্য রপ্তানিতে সাময়িক স্থবিরতা পরিস্থিতিকে আরো মারাত্মক করে তুলেছে৷ বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক এই দেশ মার্চের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত শস্য রপ্তানি স্থগিত করেছে৷

রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইয়ে খাদ্য রপ্তানিকে একটি ‘নীরব অস্ত্র' হিসাবে উল্লেখ করে পরোক্ষভাবে বিসলের বিবৃতিকেই নিশ্চিত করেছেন৷ পয়লা এপ্রিল নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেন, ‘‘অনেক দেশ তাদের খাদ্য নিরাপত্তার জন্য আমাদের সরবরাহের উপর নির্ভর করে৷ দেখা যাচ্ছে যে খাদ্যই আমাদের নীরব অস্ত্র৷ নীরব, কিন্তু অশুভ৷’’

এ বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন জার্মান ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্য জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের পরিচালক পার ব্রোডারসেন৷ মস্কোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি৷ তিনি বলেন, ‘‘অনিশ্চয়তা দাম বাড়িয়ে দিচ্ছে৷ যে দেশগুলো শস্য মজুদ করছে, তারা পরে তা বেশি দামে বিক্রি করতে পারে৷’’

ইউক্রেনে যুদ্ধের কারণে কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মূল বন্দরগুলি বন্ধ হয়ে গেছে৷ এর ফলে ইউক্রেন থেকে শস্য রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে৷ আন্তর্জাতিক সমুদ্রপথ সংস্থা- আইএমও এর কাছে দেয়া বিবৃতিতে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই একে অপরকে সাগরে ডুবো মাইন স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার জন্য অভিযুক্ত করেছে৷

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় ২৮ এপ্রিল একটি ডিক্রি জারি করে বার্দিয়ানস্ক, খেরসন, মারিওপল এবং স্কাডোভস্কের সমুদ্রবন্দরগুলি অপর্যাপ্ত নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করে দিয়েছে৷

এর প্রতিক্রিয়ায় জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি এক টুইটে লিখেছেন: ‘‘এটি খুবই মর্মান্তিক যে নিরাপত্তা পরিষদের সদস্যরা  খাদ্য নিরাপত্তা বিতর্ক শুরু করে ‘ইউক্রেনের বন্দরগুলো উন্মুক্ত করার' জন্য আমাদের কাছে আবেদন অব্যাহত রেখেছেন৷ অথচ তারা এটা জানেন যে ইউক্রেনই বোমা সরাতে অস্বীকৃতি জানাচ্ছে৷ উলটো আমাদের বলা হচ্ছে যাতে জাহাজগুলিকে নিরাপদে যাতায়াতের অনুমতি ও নিশ্চয়তা দেয়ার জন্য৷ কী ভণ্ডামি!’’

২০ মে মস্কো টাইমসে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির এক সংবাদে ফরাসি সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে বলা হয়, কৃষ্ণ সাগর এবং বিভিন্ন বন্দরে বোমা পেতে রাখায় ইউক্রেন ও রাশিয়া দুই দেশই দায়ী৷

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি